"শব্দ সংগ্রহ অভিযান প- বর্ণ"
[বিঃদ্রঃ- শুধুমাত্র 'প' বর্ণ দিয়ে গঠিত শব্দই লিখবেন।]
প
পদানি- বকা
পাহাল-মাটির চুলা
পিছা- ঝাড়ু
পিড়ফা- পিপড়া
পিডামু- মারবো
পুষ্কুনি-পুকুর
পেট পুড়ে- মায়া লাগে
পের্চ্চেদা- হুট করে
পেডো ভুক- ক্ষুধা (hunger)
ইসরাত জাহান জানু আপু, Shamima Snigdha আপু ও Mosharof Hossain ভাইয়ের কমেন্ট থেকে পাওয়া-
পইছমেদা- পশ্চিমে
পইক্কা - পাখি
পইল্লা- প্রথম
পরিক্কা- পরীক্ষা
পদানি- গালি/বকা দেওয়া
পইসা- পয়সা
পলিটিং- পলিথিন
পলাপলি- লুকোচুরি খেলা
পরাণডা- বুকটা
পাকনা- পাকা
পালিশ- মশৃণ
পাহল- চুলা
পাতাইরা- আড়া আড়ি
পাইনসা - পানসে
পাড্ডরাইল্লা - ভীতু
পারছাপারছি - ধস্তাধস্তি
পাজুন- লাঠি
পাইন্না- তরল
পাতি- ওরা/ কিছু রাখার পাত্র
পাইন্নাহাওরি- পানকৌড়ি
পাইচুংগা- পায়জামা
পাবদা/পাপ্পা -পেঁপে
পাডা- পাঠা। ছাগল (পুং লিঙ্গ)।
পাডা- পাটা
পাডা পুতা= শীলনুরা। পাডা পুতা গষাগষি মইচের জান শেষ।
পাহাপুক্ত- মজবুত
পাইল- বাতাস করা
পাইংগা- অলসতা অনুভব করা। উদা:- হাইয়া সইলডা পাইংগাইতাছে।
পাইল্লা- মাটির পাতিল
পাটডরাইল্যা/পাড্ডরাইল্যা- ভীতু
পিছে-পিছনে
পিলুইয়া- হিংসুটে
পিন্দা- পরিধান করা
পিন্তারি- ছোট
পিছলা - পিচ্ছিল
পিলুইন - মাছ ধরার তিনকোণা বিশিষ্ট জাল
পিছা- ঝাড়ু
পিডা - পিঠা
পিয়াইজ্জা- রোগ বিশেষ। যেমন- দাঁতের গোড়াত পিয়াইজ্জা উটছে।
পিরপিরা- ছোট আকার। যেমন- হেত পিরপিরা ডহের দান অইছে।
পিরিত- প্রেম
পিছলি- রোগ বিশেষ
পিছুইল্লা- পিছলিয়ে
পুহুইর- পুকুর
পুবেদা - পূর্বদিকে
পুলা- ছেলে
পুরি- মেয়ে
পুংডামি- দুষ্টুমি
পুনামাছ- ছোট মাছ বা বাচ্চা মাছ।
পুইয়া- পিয়ে। উদা: গেলেসের দুধডা পুইয়া হা।
পুইরা- পুড়ে যাওয়া
পুইচ্ছা- পুছে/মুছে
পুরহা- পোঁকা ধরা
পুটকি/পুক্কি- পায়ুপথ
পেড- পেট
পেক- কাদা
পেরপেরি- বাচালিপনা
পেগাইলাইছে- ছড়িয়ে ফেলেছে
পেটলা- ভুঁড়িওয়ালা
পেংগা- কাঁন্না করা
পেল্লাপ- কথা। উদা: আজাইরা পেল্লাপ জুরাইছছ দু?
0 comments:
Post a Comment