Welcome you to Brahmanbaria Portal.

Brahmanbarias Information.

Showing posts with label বাউনবাইরার কতা. Show all posts
Showing posts with label বাউনবাইরার কতা. Show all posts

Thursday, 18 May 2017

বাউনবাইরার কতা

আমার ব্রাহ্মণবাড়িয়ার ভাষার প্রতি ভালোবাসা একটা উদাহরণ - সবাই যা বুঝে - " এই মেয়েটি লবন দিয়ে টক আম ,পেয়ারা ও টমেটো খেয়ে সন্ধ্যাবেলা কলসি নিয়ে পুকুরে গোসল করতে গিয়ে পায়ে কাঁদা লাগিয়েছে " *** ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় অনুবাদ করছি - "এই বিলা নুন দিয়া চুক্কা আম,গৈয়ম ও চুক্কা বাইগন হায়া হাইনজালা ঠিল্লা লয়া পুসকুনিতে বুর পারতে যায়া ঠেঙের মধ্যে পেক লাগাইস...

বাউনবাইরার ভাষায় ব্যবহার হয় এমন কিছু কথা-

বাউনবাইরার ভাষায় ব্যবহার হয় এমন কিছু কথা- পর্ব-২ ১। সইব্য= সভ্য। উদাহরণ= পুলাডা সইব্য আছে, মুরুব্বিরার যা ক তা অই হুনে(শোনে)। ২। অসইব্য= অসভ্য। উদাহরণ= এমুন অসইব্য মানু জিন্দিগিতে দেকছি না। ৩। গার কাইত কইরা উডে= ঘাড় ত্যাড়ামি করে। উদাহরণ= কুনুছতা কইলেই গার কাইত কইরা উডছ, পাছতটা কি? ৪।বিছুইন দিয়া ফাইল দে= হাতপাখা দিয়ে বাতাস দেয়া বুঝাতে এরয়প বলা হয়। উদাহরণ= গরমে জ্বালা মইরা যাওনের চালা। বিছুইনডা দিয়া ফাইল/পাইল দেছেন। ৫। চিয়ার= চেয়ার। উদাহরণ= লাট সাবের মতন ঠেংগের উফরে ঠেং তুইল্লা কেমনে চিয়ারে বইছে দেহনা। ৬। টিবিল= টেবিল। উদাহরণ= টিবিলে হাওন দেওয়া আছে...

বাউনবাইরার কতা ( প দিয়ে)

"শব্দ সংগ্রহ অভিযান প- বর্ণ" [বিঃদ্রঃ- শুধুমাত্র 'প' বর্ণ দিয়ে গঠিত শব্দই লিখবেন।] প পদানি- বকা পাহাল-মাটির চুলা পিছা- ঝাড়ু পিড়ফা- পিপড়া পিডামু- মারবো পুষ্কুনি-পুকুর পেট পুড়ে- মায়া লাগে পের্চ্চেদা- হুট করে পেডো ভুক- ক্ষুধা (hunger) ইসরাত জাহান জানু আপু, Shamima Snigdha আপু ও Mosharof Hossain ভাইয়ের কমেন্ট থেকে পাওয়া- পইছমেদা- পশ্চিমে পইক্কা - পাখি পইল্লা- প্রথম পরিক্কা- পরীক্ষা পদানি- গালি/বকা দেওয়া পইসা- পয়সা পলিটিং- পলিথিন পলাপলি- লুকোচুরি খেলা পরাণডা- বুকটা পাকনা- পাকা পালিশ- মশৃণ পাহল- চুলা পাতাইরা- আড়া আড়ি পাইনসা - পানসে পাড্ডরাইল্লা - ভীতু পারছাপারছি...