বাউনবাইরার ভাষায় ব্যবহার হয় এমন কিছু কথা-
পর্ব-২
১। সইব্য= সভ্য।
উদাহরণ= পুলাডা সইব্য আছে, মুরুব্বিরার যা ক তা অই হুনে(শোনে)।
২। অসইব্য= অসভ্য।
উদাহরণ= এমুন অসইব্য মানু জিন্দিগিতে দেকছি না।
৩। গার কাইত কইরা উডে= ঘাড় ত্যাড়ামি করে।
উদাহরণ= কুনুছতা কইলেই গার কাইত কইরা উডছ, পাছতটা কি?
৪।বিছুইন দিয়া ফাইল দে= হাতপাখা দিয়ে বাতাস দেয়া বুঝাতে এরয়প বলা হয়।
উদাহরণ= গরমে জ্বালা মইরা যাওনের চালা। বিছুইনডা দিয়া ফাইল/পাইল দেছেন।
৫। চিয়ার= চেয়ার।
উদাহরণ= লাট সাবের মতন ঠেংগের উফরে ঠেং তুইল্লা কেমনে চিয়ারে বইছে দেহনা।
৬। টিবিল= টেবিল।
উদাহরণ= টিবিলে হাওন দেওয়া আছে যাইয়া হাইলাও।
৭। মহাবিলা= সামনাসামনি।
উদাহরণ= যা কওনের মহাবিলায় কমু, আচকুরে কইতাম দু?
৮। গুড়া সাবান= ডিটারজেন্ট।
উদাহরণ= শাট্টারে(শার্টটি কে) গুড়া সাবান দা বালা কইরা কচাইল্লা দইয়া আনছেন।
৯। ফেট নামা= ডায়রিয়া।
উদাহরণ= ফেট/পেট নামা অইলে সেলাইন হাইলে যাগা।
১০। তিরাশ= পিপাসা।
উদাহরণ= এমুন তিরাশ পাইছে যুমুন মন অইতাছে এক কলা পানি এক হুমাশে টানদা হাইতারুম।
১১। হিয়াল= শেয়াল।
উদাহরণ= হিয়ালে ডাক হুনলেই গরতে বাইর অনা, আবার তাইনে যাইব বাগ(বাঘ) শিহার(শিকার) করত!
১২। বইয়া রইছি= বসে আছি।
উদাহরণ= কতকান দইরা বইয়া রইছি, হেতের আওনের কুনু নাম গন্দ আছেনি দেহ!
১৩। হিতাবি ফালাইছে= বদনাম রটিয়েছে।
উদাহরণ= বিনা দুষে অত বড় হিতাবি ফালাইছে, আল্লা বিচার করলেই সারব।
১৪। তাফাত যা= দূরে যা/ দূর হ।
উদাহরণ= মাতার কাছে বেনবেন না কইরা তাফাত যা।
১৫। আদামাদা= কোন রকম।
উদাহরণ= হগল কামই আদামাদা করনের অব্যাস পাইছত কইত্তে।
১৬। কারেন= বিদ্যুৎ।
উদাহরণ= অহন হগলতের বাইতই কারেনের বাত্তি জ্বলে।
১৭। তে সারব (ব্যাঙ্গ অর্থে)= তাইলে হইছে।
উদাহরণ= অতকান লাগাইয়া এদ্দুর করছ? তে সারব তুমি ফাস করছ, আর করন লাগদ না।
১৮। আফরে= ক্রমাগত।
উদাহরণ= চঁকটিদা(চোঁখ দিয়ে) আফরে পানি পরতাছে।
১৯। বেতাছির= যার কোন শিক্ষা হয়নি।
উদাহরণ= এমুন বেতাছির মানু বাফের গুকেও দেকছি না।
২০। কুয়াইতাছে= কান্না করছে।
উদাহরণ= হেতেরে দেইক্কা আইছি তিন রাস্তার মোড়ে বইয়া কুয়াইতাছে।
পোস্ট পড়ে ভাল লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে মতামত জানাতে ভুলবেন না।