Welcome you to Brahmanbaria Portal.

Brahmanbarias Information.

Welcome you to Brahmanbaria Portal.

We Love Our Brahmanbaria;

Welcome you to Brahmanbaria Portal.

Know about our Brahmanbaria;

Brahmanbaria

Islamic Post...Brahmanbarian.blogspot.com

Welcome To Brahmanbarian Website

Keep visiting @ Brahmanbarian Blog

Showing posts with label বাউনবাইরার কতা. Show all posts
Showing posts with label বাউনবাইরার কতা. Show all posts

Thursday 18 May 2017

বাউনবাইরার কতা

আমার ব্রাহ্মণবাড়িয়ার ভাষার প্রতি ভালোবাসা
একটা উদাহরণ - সবাই যা বুঝে -
" এই মেয়েটি লবন দিয়ে টক আম ,পেয়ারা ও টমেটো খেয়ে সন্ধ্যাবেলা কলসি নিয়ে পুকুরে গোসল করতে গিয়ে পায়ে কাঁদা লাগিয়েছে "

*** ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় অনুবাদ করছি -
"এই বিলা নুন দিয়া চুক্কা আম,গৈয়ম ও চুক্কা বাইগন হায়া হাইনজালা ঠিল্লা লয়া পুসকুনিতে বুর পারতে যায়া ঠেঙের মধ্যে পেক লাগাইসে"

বাউনবাইরার ভাষায় ব্যবহার হয় এমন কিছু কথা-

বাউনবাইরার ভাষায় ব্যবহার হয় এমন কিছু কথা-

পর্ব-২

১। সইব্য= সভ্য।
উদাহরণ= পুলাডা সইব্য আছে, মুরুব্বিরার যা ক তা অই হুনে(শোনে)।

২। অসইব্য= অসভ্য।
উদাহরণ= এমুন অসইব্য মানু জিন্দিগিতে দেকছি না।

৩। গার কাইত কইরা উডে= ঘাড় ত্যাড়ামি করে।
উদাহরণ= কুনুছতা কইলেই গার কাইত কইরা উডছ, পাছতটা কি?

৪।বিছুইন দিয়া ফাইল দে= হাতপাখা দিয়ে বাতাস দেয়া বুঝাতে এরয়প বলা হয়।
উদাহরণ= গরমে জ্বালা মইরা যাওনের চালা। বিছুইনডা দিয়া ফাইল/পাইল দেছেন।

৫। চিয়ার= চেয়ার।
উদাহরণ= লাট সাবের মতন ঠেংগের উফরে ঠেং তুইল্লা কেমনে চিয়ারে বইছে দেহনা।

৬। টিবিল= টেবিল।
উদাহরণ= টিবিলে হাওন দেওয়া আছে যাইয়া হাইলাও।

৭। মহাবিলা= সামনাসামনি।
উদাহরণ= যা কওনের মহাবিলায় কমু, আচকুরে কইতাম দু?

৮। গুড়া সাবান= ডিটারজেন্ট।
উদাহরণ= শাট্টারে(শার্টটি কে) গুড়া সাবান দা বালা কইরা কচাইল্লা দইয়া আনছেন।

৯। ফেট নামা= ডায়রিয়া।
উদাহরণ= ফেট/পেট নামা অইলে সেলাইন হাইলে যাগা।

১০। তিরাশ= পিপাসা।
উদাহরণ= এমুন তিরাশ পাইছে যুমুন মন অইতাছে এক কলা পানি এক হুমাশে টানদা হাইতারুম।

১১। হিয়াল= শেয়াল।
উদাহরণ= হিয়ালে ডাক হুনলেই গরতে বাইর অনা, আবার তাইনে যাইব বাগ(বাঘ) শিহার(শিকার) করত!

১২। বইয়া রইছি= বসে আছি।
উদাহরণ= কতকান দইরা বইয়া রইছি, হেতের আওনের কুনু নাম গন্দ আছেনি দেহ!

১৩। হিতাবি ফালাইছে= বদনাম রটিয়েছে।
উদাহরণ= বিনা দুষে অত বড় হিতাবি ফালাইছে, আল্লা বিচার করলেই সারব।

১৪। তাফাত যা= দূরে যা/ দূর হ।
উদাহরণ= মাতার কাছে বেনবেন না কইরা তাফাত যা।

১৫। আদামাদা= কোন রকম।
উদাহরণ= হগল কামই আদামাদা করনের অব্যাস পাইছত কইত্তে।

১৬। কারেন= বিদ্যুৎ।
উদাহরণ= অহন হগলতের বাইতই কারেনের বাত্তি জ্বলে।

১৭। তে সারব (ব্যাঙ্গ অর্থে)= তাইলে হইছে।
উদাহরণ= অতকান লাগাইয়া এদ্দুর করছ? তে সারব তুমি ফাস করছ, আর করন লাগদ না।

১৮। আফরে= ক্রমাগত।
উদাহরণ= চঁকটিদা(চোঁখ দিয়ে) আফরে পানি পরতাছে।

১৯। বেতাছির= যার কোন শিক্ষা হয়নি।
উদাহরণ= এমুন বেতাছির মানু বাফের গুকেও দেকছি না।

২০। কুয়াইতাছে= কান্না করছে।
উদাহরণ= হেতেরে দেইক্কা আইছি তিন রাস্তার মোড়ে বইয়া কুয়াইতাছে। 

পোস্ট পড়ে ভাল লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে মতামত জানাতে ভুলবেন না।

বাউনবাইরার কতা ( প দিয়ে)

"শব্দ সংগ্রহ অভিযান প- বর্ণ"

[বিঃদ্রঃ- শুধুমাত্র 'প' বর্ণ দিয়ে গঠিত শব্দই লিখবেন।]


পদানি- বকা
পাহাল-মাটির চুলা
পিছা- ঝাড়ু
পিড়ফা- পিপড়া
পিডামু- মারবো
পুষ্কুনি-পুকুর
পেট পুড়ে- মায়া লাগে
পের্চ্চেদা- হুট করে
পেডো ভুক- ক্ষুধা (hunger)
ইসরাত জাহান জানু আপু, Shamima Snigdha আপু ও Mosharof Hossain ভাইয়ের কমেন্ট থেকে পাওয়া-

পইছমেদা- পশ্চিমে
পইক্কা - পাখি
পইল্লা- প্রথম
পরিক্কা- পরীক্ষা
পদানি- গালি/বকা দেওয়া
পইসা- পয়সা
পলিটিং- পলিথিন
পলাপলি- লুকোচুরি খেলা
পরাণডা- বুকটা

পাকনা- পাকা
পালিশ- মশৃণ
পাহল- চুলা
পাতাইরা- আড়া আড়ি
পাইনসা - পানসে
পাড্ডরাইল্লা - ভীতু
পারছাপারছি - ধস্তাধস্তি
পাজুন- লাঠি
পাইন্না- তরল
পাতি- ওরা/ কিছু রাখার পাত্র
পাইন্নাহাওরি- পানকৌড়ি
পাইচুংগা- পায়জামা
পাবদা/পাপ্পা -পেঁপে
পাডা- পাঠা। ছাগল (পুং লিঙ্গ)।
পাডা- পাটা
পাডা পুতা= শীলনুরা। পাডা পুতা গষাগষি মইচের জান শেষ।
পাহাপুক্ত- মজবুত
পাইল- বাতাস করা
পাইংগা- অলসতা অনুভব করা। উদা:- হাইয়া সইলডা পাইংগাইতাছে।
পাইল্লা- মাটির পাতিল
পাটডরাইল্যা/পাড্ডরাইল্যা- ভীতু

পিছে-পিছনে
পিলুইয়া- হিংসুটে
পিন্দা- পরিধান করা
পিন্তারি- ছোট
পিছলা - পিচ্ছিল
পিলুইন - মাছ ধরার তিনকোণা বিশিষ্ট জাল
পিছা- ঝাড়ু
পিডা - পিঠা
পিয়াইজ্জা- রোগ বিশেষ। যেমন- দাঁতের গোড়াত পিয়াইজ্জা উটছে।
পিরপিরা- ছোট আকার। যেমন- হেত পিরপিরা ডহের দান অইছে।
পিরিত- প্রেম
পিছলি- রোগ বিশেষ
পিছুইল্লা- পিছলিয়ে

পুহুইর- পুকুর
পুবেদা - পূর্বদিকে
পুলা- ছেলে
পুরি- মেয়ে
পুংডামি- দুষ্টুমি
পুনামাছ- ছোট মাছ বা বাচ্চা মাছ।
পুইয়া- পিয়ে। উদা: গেলেসের দুধডা পুইয়া হা।
পুইরা- পুড়ে যাওয়া
পুইচ্ছা- পুছে/মুছে
পুরহা- পোঁকা ধরা
পুটকি/পুক্কি- পায়ুপথ

পেড- পেট
পেক- কাদা
পেরপেরি- বাচালিপনা
পেগাইলাইছে- ছড়িয়ে ফেলেছে
পেটলা- ভুঁড়িওয়ালা
পেংগা- কাঁন্না করা
পেল্লাপ- কথা। উদা: আজাইরা পেল্লাপ জুরাইছছ দু?