Welcome you to Brahmanbaria Portal.

Brahmanbarias Information.

Welcome you to Brahmanbaria Portal.

We Love Our Brahmanbaria;

Welcome you to Brahmanbaria Portal.

Know about our Brahmanbaria;

Brahmanbaria

Islamic Post...Brahmanbarian.blogspot.com

Welcome To Brahmanbarian Website

Keep visiting @ Brahmanbarian Blog

Thursday, 18 May 2017

বাউনবাইরার কতা

আমার ব্রাহ্মণবাড়িয়ার ভাষার প্রতি ভালোবাসা
একটা উদাহরণ - সবাই যা বুঝে -
" এই মেয়েটি লবন দিয়ে টক আম ,পেয়ারা ও টমেটো খেয়ে সন্ধ্যাবেলা কলসি নিয়ে পুকুরে গোসল করতে গিয়ে পায়ে কাঁদা লাগিয়েছে "

*** ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় অনুবাদ করছি -
"এই বিলা নুন দিয়া চুক্কা আম,গৈয়ম ও চুক্কা বাইগন হায়া হাইনজালা ঠিল্লা লয়া পুসকুনিতে বুর পারতে যায়া ঠেঙের মধ্যে পেক লাগাইসে"

বাউনবাইরার ভাষায় ব্যবহার হয় এমন কিছু কথা-

বাউনবাইরার ভাষায় ব্যবহার হয় এমন কিছু কথা-

পর্ব-২

১। সইব্য= সভ্য।
উদাহরণ= পুলাডা সইব্য আছে, মুরুব্বিরার যা ক তা অই হুনে(শোনে)।

২। অসইব্য= অসভ্য।
উদাহরণ= এমুন অসইব্য মানু জিন্দিগিতে দেকছি না।

৩। গার কাইত কইরা উডে= ঘাড় ত্যাড়ামি করে।
উদাহরণ= কুনুছতা কইলেই গার কাইত কইরা উডছ, পাছতটা কি?

৪।বিছুইন দিয়া ফাইল দে= হাতপাখা দিয়ে বাতাস দেয়া বুঝাতে এরয়প বলা হয়।
উদাহরণ= গরমে জ্বালা মইরা যাওনের চালা। বিছুইনডা দিয়া ফাইল/পাইল দেছেন।

৫। চিয়ার= চেয়ার।
উদাহরণ= লাট সাবের মতন ঠেংগের উফরে ঠেং তুইল্লা কেমনে চিয়ারে বইছে দেহনা।

৬। টিবিল= টেবিল।
উদাহরণ= টিবিলে হাওন দেওয়া আছে যাইয়া হাইলাও।

৭। মহাবিলা= সামনাসামনি।
উদাহরণ= যা কওনের মহাবিলায় কমু, আচকুরে কইতাম দু?

৮। গুড়া সাবান= ডিটারজেন্ট।
উদাহরণ= শাট্টারে(শার্টটি কে) গুড়া সাবান দা বালা কইরা কচাইল্লা দইয়া আনছেন।

৯। ফেট নামা= ডায়রিয়া।
উদাহরণ= ফেট/পেট নামা অইলে সেলাইন হাইলে যাগা।

১০। তিরাশ= পিপাসা।
উদাহরণ= এমুন তিরাশ পাইছে যুমুন মন অইতাছে এক কলা পানি এক হুমাশে টানদা হাইতারুম।

১১। হিয়াল= শেয়াল।
উদাহরণ= হিয়ালে ডাক হুনলেই গরতে বাইর অনা, আবার তাইনে যাইব বাগ(বাঘ) শিহার(শিকার) করত!

১২। বইয়া রইছি= বসে আছি।
উদাহরণ= কতকান দইরা বইয়া রইছি, হেতের আওনের কুনু নাম গন্দ আছেনি দেহ!

১৩। হিতাবি ফালাইছে= বদনাম রটিয়েছে।
উদাহরণ= বিনা দুষে অত বড় হিতাবি ফালাইছে, আল্লা বিচার করলেই সারব।

১৪। তাফাত যা= দূরে যা/ দূর হ।
উদাহরণ= মাতার কাছে বেনবেন না কইরা তাফাত যা।

১৫। আদামাদা= কোন রকম।
উদাহরণ= হগল কামই আদামাদা করনের অব্যাস পাইছত কইত্তে।

১৬। কারেন= বিদ্যুৎ।
উদাহরণ= অহন হগলতের বাইতই কারেনের বাত্তি জ্বলে।

১৭। তে সারব (ব্যাঙ্গ অর্থে)= তাইলে হইছে।
উদাহরণ= অতকান লাগাইয়া এদ্দুর করছ? তে সারব তুমি ফাস করছ, আর করন লাগদ না।

১৮। আফরে= ক্রমাগত।
উদাহরণ= চঁকটিদা(চোঁখ দিয়ে) আফরে পানি পরতাছে।

১৯। বেতাছির= যার কোন শিক্ষা হয়নি।
উদাহরণ= এমুন বেতাছির মানু বাফের গুকেও দেকছি না।

২০। কুয়াইতাছে= কান্না করছে।
উদাহরণ= হেতেরে দেইক্কা আইছি তিন রাস্তার মোড়ে বইয়া কুয়াইতাছে। 

পোস্ট পড়ে ভাল লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে মতামত জানাতে ভুলবেন না।

বাউনবাইরার কতা ( প দিয়ে)

"শব্দ সংগ্রহ অভিযান প- বর্ণ"

[বিঃদ্রঃ- শুধুমাত্র 'প' বর্ণ দিয়ে গঠিত শব্দই লিখবেন।]


পদানি- বকা
পাহাল-মাটির চুলা
পিছা- ঝাড়ু
পিড়ফা- পিপড়া
পিডামু- মারবো
পুষ্কুনি-পুকুর
পেট পুড়ে- মায়া লাগে
পের্চ্চেদা- হুট করে
পেডো ভুক- ক্ষুধা (hunger)
ইসরাত জাহান জানু আপু, Shamima Snigdha আপু ও Mosharof Hossain ভাইয়ের কমেন্ট থেকে পাওয়া-

পইছমেদা- পশ্চিমে
পইক্কা - পাখি
পইল্লা- প্রথম
পরিক্কা- পরীক্ষা
পদানি- গালি/বকা দেওয়া
পইসা- পয়সা
পলিটিং- পলিথিন
পলাপলি- লুকোচুরি খেলা
পরাণডা- বুকটা

পাকনা- পাকা
পালিশ- মশৃণ
পাহল- চুলা
পাতাইরা- আড়া আড়ি
পাইনসা - পানসে
পাড্ডরাইল্লা - ভীতু
পারছাপারছি - ধস্তাধস্তি
পাজুন- লাঠি
পাইন্না- তরল
পাতি- ওরা/ কিছু রাখার পাত্র
পাইন্নাহাওরি- পানকৌড়ি
পাইচুংগা- পায়জামা
পাবদা/পাপ্পা -পেঁপে
পাডা- পাঠা। ছাগল (পুং লিঙ্গ)।
পাডা- পাটা
পাডা পুতা= শীলনুরা। পাডা পুতা গষাগষি মইচের জান শেষ।
পাহাপুক্ত- মজবুত
পাইল- বাতাস করা
পাইংগা- অলসতা অনুভব করা। উদা:- হাইয়া সইলডা পাইংগাইতাছে।
পাইল্লা- মাটির পাতিল
পাটডরাইল্যা/পাড্ডরাইল্যা- ভীতু

পিছে-পিছনে
পিলুইয়া- হিংসুটে
পিন্দা- পরিধান করা
পিন্তারি- ছোট
পিছলা - পিচ্ছিল
পিলুইন - মাছ ধরার তিনকোণা বিশিষ্ট জাল
পিছা- ঝাড়ু
পিডা - পিঠা
পিয়াইজ্জা- রোগ বিশেষ। যেমন- দাঁতের গোড়াত পিয়াইজ্জা উটছে।
পিরপিরা- ছোট আকার। যেমন- হেত পিরপিরা ডহের দান অইছে।
পিরিত- প্রেম
পিছলি- রোগ বিশেষ
পিছুইল্লা- পিছলিয়ে

পুহুইর- পুকুর
পুবেদা - পূর্বদিকে
পুলা- ছেলে
পুরি- মেয়ে
পুংডামি- দুষ্টুমি
পুনামাছ- ছোট মাছ বা বাচ্চা মাছ।
পুইয়া- পিয়ে। উদা: গেলেসের দুধডা পুইয়া হা।
পুইরা- পুড়ে যাওয়া
পুইচ্ছা- পুছে/মুছে
পুরহা- পোঁকা ধরা
পুটকি/পুক্কি- পায়ুপথ

পেড- পেট
পেক- কাদা
পেরপেরি- বাচালিপনা
পেগাইলাইছে- ছড়িয়ে ফেলেছে
পেটলা- ভুঁড়িওয়ালা
পেংগা- কাঁন্না করা
পেল্লাপ- কথা। উদা: আজাইরা পেল্লাপ জুরাইছছ দু?