Welcome you to Brahmanbaria Portal.

Brahmanbarias Information.

Thursday, 18 May 2017

বাউনবাইরার কতা

আমার ব্রাহ্মণবাড়িয়ার ভাষার প্রতি ভালোবাসা একটা উদাহরণ - সবাই যা বুঝে - " এই মেয়েটি লবন দিয়ে টক আম ,পেয়ারা ও টমেটো খেয়ে সন্ধ্যাবেলা কলসি নিয়ে পুকুরে গোসল করতে গিয়ে পায়ে কাঁদা লাগিয়েছে " *** ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় অনুবাদ করছি - "এই বিলা নুন দিয়া চুক্কা আম,গৈয়ম ও চুক্কা বাইগন হায়া হাইনজালা ঠিল্লা লয়া পুসকুনিতে বুর পারতে যায়া ঠেঙের মধ্যে পেক লাগাইস...

বাউনবাইরার ভাষায় ব্যবহার হয় এমন কিছু কথা-

বাউনবাইরার ভাষায় ব্যবহার হয় এমন কিছু কথা- পর্ব-২ ১। সইব্য= সভ্য। উদাহরণ= পুলাডা সইব্য আছে, মুরুব্বিরার যা ক তা অই হুনে(শোনে)। ২। অসইব্য= অসভ্য। উদাহরণ= এমুন অসইব্য মানু জিন্দিগিতে দেকছি না। ৩। গার কাইত কইরা উডে= ঘাড় ত্যাড়ামি করে। উদাহরণ= কুনুছতা কইলেই গার কাইত কইরা উডছ, পাছতটা কি? ৪।বিছুইন দিয়া ফাইল দে= হাতপাখা দিয়ে বাতাস দেয়া বুঝাতে এরয়প বলা হয়। উদাহরণ= গরমে জ্বালা মইরা যাওনের চালা। বিছুইনডা দিয়া ফাইল/পাইল দেছেন। ৫। চিয়ার= চেয়ার। উদাহরণ= লাট সাবের মতন ঠেংগের উফরে ঠেং তুইল্লা কেমনে চিয়ারে বইছে দেহনা। ৬। টিবিল= টেবিল। উদাহরণ= টিবিলে হাওন দেওয়া আছে...

বাউনবাইরার কতা ( প দিয়ে)

"শব্দ সংগ্রহ অভিযান প- বর্ণ" [বিঃদ্রঃ- শুধুমাত্র 'প' বর্ণ দিয়ে গঠিত শব্দই লিখবেন।] প পদানি- বকা পাহাল-মাটির চুলা পিছা- ঝাড়ু পিড়ফা- পিপড়া পিডামু- মারবো পুষ্কুনি-পুকুর পেট পুড়ে- মায়া লাগে পের্চ্চেদা- হুট করে পেডো ভুক- ক্ষুধা (hunger) ইসরাত জাহান জানু আপু, Shamima Snigdha আপু ও Mosharof Hossain ভাইয়ের কমেন্ট থেকে পাওয়া- পইছমেদা- পশ্চিমে পইক্কা - পাখি পইল্লা- প্রথম পরিক্কা- পরীক্ষা পদানি- গালি/বকা দেওয়া পইসা- পয়সা পলিটিং- পলিথিন পলাপলি- লুকোচুরি খেলা পরাণডা- বুকটা পাকনা- পাকা পালিশ- মশৃণ পাহল- চুলা পাতাইরা- আড়া আড়ি পাইনসা - পানসে পাড্ডরাইল্লা - ভীতু পারছাপারছি...